দেশ ও বিশ্বের মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না

দেশ ও বিশ্বের মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ========================================================== পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি জানান- মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সংযম, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে।
শুভেচ্ছা বাণীতে তিনি আরও বলেন- ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ভয়হীন-স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এ বছর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।
এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস-উৎসাহ উদ্দীপনার নতুন মাত্রা। যদিও আন্দোলনে হতাহতদের পরিবারগুলোতে ঈদ উৎসবের বাঁধভাঙা উচ্ছ্বাস নেই; ঈদের দিনেও হয়তো সন্তানহারা কোনো মায়ের চোখে অশ্রু; স্বজনদের হৃদয়ে আপনজন হারানোর নিঃশব্দ কান্না, অথবা হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রিয় মানুষের পাশে বসে অনেককে আশা নিরাশা আর হতাশায় করতে হচ্ছে ঈদ।
তিনি এই ঈদে প্রত্যাশা করেন আগামী বাংলাদেশের প্রশ্নে সংযমের শিক্ষা নিয়ে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন গড়ে তুলব। তিনি সকলকে আহ্বান করে বলেন আসুন আমরা এই ঈদে সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করার শপথ করি।